রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৬ এপ্রিল ২০২৪ ২২ : ৪৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শনিবার সন্ধেয় দুর্ঘটনার কবলে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের গাড়ি। তবে ঘটনায় আহত হননি তিনি। বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান সৌগত।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোদপুরের এইচবি টাউনের সামনে। প্রচার সেরে ফিরছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। আচমকা একটি ম্যাটাডর এসে ধাক্কা মারে তাঁর গাড়ির পিছনে। দুর্ঘটনায় তাঁর চোট লাগেনি। কিছুক্ষণের মধ্যেই অন্য একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে বেরিয়েও যান।
এদিকে ম্যাটাডরটিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। ম্যাটাডরের চালককেও গ্রেপ্তার করা হয়েছে।